বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

রবিবার আফগানিস্তানে ঈদ

আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখা গিয়েছে। তাই রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

আফগানিস্তানের সর্বোচ্চ আদালত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রবিবার দেশে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে পালন করা হবে।

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে আগত নাগরিকদের সাক্ষ্যের ভিত্তিতে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ তথ্য যাচাই করে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি ঈদের ঘোষণা দেয়।

কমিটি জানায়, “দেশের বহু প্রদেশে বিশ্বস্ত নাগরিকদের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদ দেখা নিশ্চিত হয়েছে। এই সাক্ষ্যের ভিত্তিতে আগামীকাল রবিবার ঈদুল ফিতরের প্রথম দিন ঘোষণা করা হলো।”

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img