গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ২৭৭ জনে দাঁড়িয়েছে।
শনিবার (২৯ মার্চ) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত ২৪ ঘণ্টায় গাজ্জার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছে।
এছাড়াও ইসরাইলের হামলায় আহতদের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৯৫ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয় বলেছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি