আজ রবিবার ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি রাষ্ট্রপতি ভবনেও ঈদের সালাতের আয়োজন করা হয়। এতে দেশটির উচ্চ পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। ঈদের খুৎবায় নির্যাতিত ফিলিস্তিনিদের স্মরণ করা হয়।
রবিবার আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
ঈদের সালাতে অংশগ্রহণ করেন আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী ও মাওলানা আব্দুল গণি বারাদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, বেশ কয়েকজন মন্ত্রীসহ আফগান সেনাবাহিনীর কর্মকর্তারা।
খুৎবায়- ফিলিস্তিনিদের স্মরণ করে আদ ও সামুদ জাতির ন্যায় ইসরাইলের ধ্বংস কামনা করা হয়।
সালাত শেষে বক্তব্য রাখেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী বারাদার। বিদেশে থাকা সকল আফগান নাগরিকদের দেশে ফেরার আহ্বান জানান তিনি।
সূত্র: আরটিএ