আগামী ৩ মে (শনিবার) ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার মেহমানখানায় এটি অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, পটিয়া মাদরাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সাধারণ সম্পাদক মাওলানা কাজী আখতার হোসেন আনোয়ারী।
আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর ও দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক জিরী মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব, দক্ষিণ জেলা হেফাজতের সহ-সাধারণ সম্পাদক, হাইলদর মাদরাসার মুহতামিম মাওলানা তৈয়ব বিন হালিম,সাতকানিয়া উপজেলা হেফাজতের সভাপতি ও মাওলানা আব্দুল মুবিন,হেফাজতে ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক মাওলানা হোসাইন আল মাহমুদ,বাঁশখালী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান জসিম,বাঁশখালী পৌরসভা হেফাজতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উসমান ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, বাঁশখালী মারকাজুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম বইলছড়ি ইউনিয়ন সভাপতি মাওলানা ইমরান প্রমুখ।
বৈঠক শেষে সমাবেশের সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।