বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে রাজধানীতে আইম্মা পরিষদের সেমিনার অনুষ্ঠিত

spot_imgspot_img

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে রাজধানী ঢাকায় সেমিনার করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর একটি মিলনায়তনে “নারীবিষয়ক সংস্কার কমিশনের ইসলামফোবিয়া: করণীয়” শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা অবিলম্বে এই কমিশন বাতিলের দাবি জানান।

বক্তারা বলেন, এই কমিশনের বেশ কিছু সুপারিশ এমন, যা পশ্চিমা মতবাদ দ্বারা অনুপ্রাণিত এবং বাংলাদেশের সামাজিক বাস্তবতা, নারীসমাজের প্রকৃত চাহিদা ও জীবনসংগ্রামের সম্পূর্ণ বিপরীত। নারীপাচার, যৌন নিপীড়ন ও দারিদ্র্যজনিত কারণে যারা পতিতাবৃত্তিতে বাধ্য হচ্ছেন, তাদের পুনর্বাসন ও সমাজে স্বাভাবিক জীবন নিশ্চিত করার কথা থাকলেও কমিশন বরং এই ব্যাধিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে নারীর জন্য অভিশপ্ত জীবনকে আইনি বৈধতা দেয়ার অপচেষ্টা করেছে।

সেমিনার থেকে দাবি জানানো হয়-
১. নারীবিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. কমিশন সরকারিভাবে বাতিল করতে হবে।
৩. নতুন কমিশন গঠনের ক্ষেত্রে দীনদার, শিক্ষিত, দেশীয় চিন্তায় বিশ্বাসী নারীদের অন্তর্ভুক্ত করতে হবে।
৪. পরিবার ও নারী বিষয়ে প্রস্তাবের ভিত্তি হতে হবে কুরআন-সুন্নাহ, সংবিধান এবং সামাজিক বাস্তবতা।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজির সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি, শায়খ আবদুল্লাহ বিন আব্দুর রাযযাক প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img