রবিবার | ১১ জানুয়ারি | ২০২৬
spot_img

সুলতান ফাতেহের উত্তরসূরি তরুণরা নতুন তুরস্ক গড়ে তুলবে : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আজকের তরুণরাই তুরস্কের ভবিষ্যৎ গড়বে। এই প্রজন্মই দেশের নেতৃত্বে থাকবে এবং আগামীর তুরস্ক গড়ে তুলবে।

বৃহস্পতিবার (২৯ মে) ইস্তাম্বুল বিজয়ের ৫৭২তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন,
“আমরা এখন তরুণদের সময়ের অতিথি। ইনশাআল্লাহ, সময় এলে আমরা গর্বের সঙ্গে এই পতাকাটি তোমাদের হাতে তুলে দেব। তোমরাও একে সম্মানের সঙ্গে ধারণ করবে, এবং তোমাদের পরের প্রজন্মের হাতে তুলে দেবে।”

তিনি আরও বলেন, “এই দেশের প্রতিটি জায়গায় যারা শহীদ হয়েছেন, তারা ঘুমিয়ে আছেন। প্রয়োজনে জীবন দিয়ে হলেও তোমরাই এই দেশকে রক্ষা করবে। তোমরাই নির্যাতিতদের জন্য আশা হবে, আর অত্যাচারীদের জন্য ভয়। তোমরাই তুরস্ককে উন্নত করবে, বড় করে তুলবে এবং শক্তিশালী করে তুলবে।”

এরদোগান বলেন, “এই জাতি তোমাদের দিকে তাকিয়ে থাকবে। তোমাদের দেখে সাহস নেবে। যাদের চোখে পানি, যাদের হৃদয় ভারী—তোমরাই তাদের আশার আলো হবে। যারা তোমাদের ক্ষতি করতে চাইবে, তারাও তোমাদের মধ্যে জীবন খুঁজে পাবে। তোমরাই মানবতার জন্য উদাহরণ হবে, কারণ তোমরা ফাতেহ, ইয়াভুজদের উত্তরসূরি। ইনশাআল্লাহ, তুরস্কের শতাব্দী তোমরাই গড়ে তুলবে।”

এরপর তিনি বিখ্যাত কবি আরিফ নিহাত আসিয়ার লেখা কবিতার কিছু লাইন পড়েন:
“তরুণ, যেদিন তুমি পূর্বপুরুষদের থেকে সংকেত পাবে,
সেদিন তুমি এগিয়ে যাবে, আর জাতি তোমার পেছনে হাঁটবে।
আমি তোমার জন্য উলুবাতলি হাসানের পক্ষ থেকে সালাম এনেছি।
তুমি সেই কাপড়ের তৈরি, যা দিয়ে পতাকা বানানো হয়।
তুমি সেই বয়সে, যে বয়সে ফাতেহ ইস্তাম্বুল জয় করেছিলেন।”

এরদোগান বলেন, “তোমরাই এখন সেই বয়সে, যে বয়সে ফাতেহ ইস্তাম্বুল জয় করেছিলেন।”

তিনি আরও বলেন, “একসময় সিএইচপি’র লোকেরা দেওয়ালে লিখেছিল—‘জুলুম শুরু হয়েছে ১৪৫৩ সালে।’ কিন্তু আজকের টেকনোফেস্ট প্রজন্ম পূর্বপুরুষদের পথ ধরে প্রতিদিন নতুন সাফল্য অর্জন করছে।”

তিনি বলেন, “এই তরুণ প্রজন্ম আমাদের জাতিকে বরফের চেয়েও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। আমি এই তরুণদের এখন আমার সামনে দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি, তারাই আমাদের পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করবে।”

এরদোগান এরপর মরহুম চিন্তাবিদ নুরুদ্দীন তপচু-এর একটি কথা তুলে ধরেন:
“যুগ বদলালেও, রূপ ও কাঠামো পাল্টালেও
চিরকাল বেঁচে থাকবে সেই আত্মা,
যা ফাতেহ, ইয়াভুজ ও ইয়িলদিরিমদের মধ্যে ছিল।”

তিনি তরুণদের উদ্দেশে বলেন, “এই আত্মাকে ভুলে যেও না। তোমরাই তা ধরে রাখবে। ইনশাআল্লাহ, তোমরাই তুরস্ককে শত বছরের স্বপ্নের সঙ্গে মিলিয়ে দেবে। তোমরাই আমাদের গৌরবময় পতাকাকে সারা দুনিয়ায় উড়াবে।”

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ