সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

করোনার ভ্যাকসিন নেওয়া পাকিস্তানের প্রথম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুর রশিদ করাচী

এই প্রথম পাকিস্তানের কোনো দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক ভাবে তাদের শিক্ষক ও শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দিয়েছে।

দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি হলো করাচীর প্রসিদ্ধ জামেয়া (মাদরাসা শিক্ষা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়) জামিয়াতুর রশিদ।

জামেয়া কর্তৃপক্ষের তথ্যমতে, ভ্যাকসিন প্রদানের প্রথম দিনেই বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী টিকা গ্রহণ করতে আসে এবং অত্যন্ত সাফল্যের সাথে তাদেরকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়।

জামেয়ার সকল শিক্ষক ও শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানা যায়।

জামেয়া কর্তৃপক্ষ বলেন, আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত জামেয়ার প্রথম দফার ভ্যাকসিন কর্মসূচি চলমান থাকবে। আশা করছি, ২-৩ দিনের মধ্যেই আমরা আমাদের ২ হাজারের অধিক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পূর্ণরূপে ভ্যাকসিনের ডোজ দেওয়া শেষ করতে পারবো।

জানা যায়, জামেয়ার ৩৬ টি ডিপার্টমেন্টে ৬ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। তাদের সকলেই ধাপে ধাপে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

সূত্র: জিও নিউজ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img