দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০জুন) সকালে রাঙ্গামাটি তবলছড়ি জামে মসজিদে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত প্রতিনিধিগনের পরামর্শে মাওলানা শরিয়ত উল্লাহকে সভাপতি ও মাওলানা আবুল হাশেমকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সাংগঠনিক সম্পাদক, মাওলানা ইমাম উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা রহমত উল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা সামসুল আলম ও দফতর সম্পাদক মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা মীর ইদ্রিস,সহকারি অর্থ সম্পাদক মাওলানা ফয়সাল, ত্রাণ ও দুর্যোগ সহসম্পাদক মাওলানা জাকারিয়া মাদানী প্রমূখ।