বুধবার | ১৬ জুলাই | ২০২৫

অব্যবস্থাপনার কারণে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে: মাওলানা ইসহাক

spot_imgspot_img

খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলছে। দিনের পর দিন লকডাউন দিয়েও কোন কাজ হচ্ছে না। এর মধ্যে যুক্ত হয়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে আইসিইউ সংকট, অক্সিজেন সংকট মারাত্মক আকার ধারণ করেছে। প্রয়োজনীয় প্রস্ততির অভাব ও অব্যবস্থাপনার কারণে মানুষ যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারকে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। আর করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৩টায় সাংগঠনিক বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের আমীর মাওলানা মুহাম্মাদ ইসহাক এসব কথা বলেন।

মাওলানা ইসহাক বলেন, বেশী বেশী তাওবাহ-ইসতিগফার করতে হবে। একই সাথে সবাইকে স্বাস্থ্য বিধি পরিপালনে সতর্ক হতে হবে। লকডাউনে ক্ষতিগ্রস্থ সীমিত আয়ের মানুষের জন্য সরকারের পক্ষ থেকে দীর্ঘ মেয়াদি খাদ্য সহায়তা কর্মসূচী চালু করতে হবে। সমাজের সামর্থবানদেরকেও দৃর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতেহবে। খেলাফত মজলিসের কেন্দ্রী নির্বাহী পরিষদের ভার্চুয়াল বৈঠকের উদ্বোধনী বক্তেব্যে তিনি এ কথা বলেন।

তিনি খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের-সহ গ্রেফতারকৃত উলামায়েকেরাম ও নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।

দলে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন,বৈঠকে সংগঠনের নায়েবে আমীর, যুগ্মমহাসচিব, সম্পাদকমন্ডলী ও নির্বাহী পরিষদের সদস্যগণ সংযুক্ত ছিলেন।

বৈঠকে ক্রমবর্ধমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য ও গত মঙ্গলবার মৃত্যুবরণকারী শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান চৌধুরী ও কোভিড-১৯-এ মৃত্যুবরণকারীদের মাগফিরাত কামনা করে ও আক্রান্ত সকলের আশু আরোগ্য কমানা করে বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img