মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

আমি আ. লীগের লোক, প্রধানমন্ত্রীর সঙ্গে ২৫টি দেশ ভ্রমণ করেছি: আদালতে হেলেনা

spot_imgspot_img

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটিরত সাবেক সদস্য হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সরকারের লোক। আমি আওয়ামী লীগের লোক। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে ২৫টি দেশ ভ্রমণ করেছি। আমি কোনো অপরাধ করিনি। তার প্রমাণ নেই। আমি বহিষ্কার হইনি। আমি এখনও দলের সঙ্গে আছি।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ হারানো হেলেনা জাহাঙ্গীর আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। শুধু তাই নয়, নিজেকে সরকার ও আওয়ামী লীগের লোক বলেও দাবি করেন তিনি।

এরপর গুলশান থানার মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img