বুধবার | ১৬ জুলাই | ২০২৫

দেশে এই পর্যন্ত টিকা পেয়েছে আড়াই কোটির বেশি মানুষ

spot_imgspot_img

সারাদেশে টিকা গ্রহণ করেছে ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ জন মানুষ। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার আরও জানানো হয়েছে, মোট টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৫ লাখ ১৫ হাজার ৮৪৫ জন আর ৭৭ লাখ ৭৩ হাজার ১৭৩ জন রয়েছেন নারী।

এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৪ লাখ ৪০ ১৬৯ জন। এছাড়া দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, এমন ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪৭ লাখ ৯৪ হাজার ৭৮৪ জন আর নারী ৩০ লাখ ৪৫ হাজার ৩৮৫ জন।

দেশে এ পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৭৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়া হয়েছে। ৯৬ হাজার ২৭০ ডোজ দেওয়া হয়েছে ফাইজার-বায়োএনটেকের টিকা। এছাড়া চীনের সিনোফার্মের টিকা ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৭৯৬ ডোজ এবং আমেরিকার মডার্নার ৩২ লাখ ৮ হাজার ৩৮১ ডোজ টিকা পেয়েছেন মানুষ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img