সোমবার | ১ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইল গত দুই বছর ধরে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাচ্ছে: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, “ইসরাইল গত দুই বছর ধরে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা বিশ্বের চোখের সামনে মানবতার মৌলিক মূল্যবোধ উপেক্ষা করছে।”

শুক্রবার (২৯ আগস্ট) তুরস্কের পার্লামেন্টে গাজ্জা বিষয়ক একটি বিশেষ অধিবেশন এ কথা বলেন তিনি।

হাকান ফিদান জানান, তুরস্ক ইতোমধ্যেই ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে, আকাশসীমা ইসরাইলি উড়োজাহাজের জন্য বন্ধ করে দিয়েছে এবং তুর্কি জাহাজগুলোকে ইসরাইলি বন্দরে প্রবেশ করতে দিচ্ছে না।

ফিদান স্পষ্ট করে বলেন, গাজ্জা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব আঙ্কারা প্রত্যাখ্যান করে এবং এমন পরিকল্পনা অকার্যকর।

তিনি বলেন, গাজ্জায় সংঘটিত নৃশংসতাগুলো মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি হিসেবে লিপিবদ্ধ হয়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে তিনি এমন এক সংগ্রাম হিসেবে আখ্যায়িত করেন যা ইতিহাসের গতিপথ পাল্টে দেবে, নিপীড়িতদের জন্য প্রতীক হয়ে উঠবে এবং একটি পচনশীল ব্যবস্থার ভিত কাঁপিয়ে দেবে।

ইসরাইলের আঞ্চলিক হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, গাজ্জা, লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরানে ইসরাইলের বেপরোয়া হামলাগুলো একটি সন্ত্রাসী রাষ্ট্রের মানসিকতার স্পষ্টতম প্রমাণ, যা আন্তর্জাতিক শৃঙ্খলাকে অস্বীকার করছে।

হাকান ফিদান বলেন, তুরস্ক সিরিয়ার প্রাচীন ও মূল্যবান সম্প্রদায়গুলোকে বিকৃত উদ্দেশ্যে ব্যবহার করতে দেবে না, যা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যায়।

সুত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img

এই বিভাগের

spot_img