বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ফাহিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মাদ ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বুরুমদী গ্রামের সোহেল মোল্লার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের ওয়ার্ড সভাপতি ও নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি ফাহিম মোল্লাকে (২৬) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ফাহিম মোল্লা এজাহার ভুক্ত আসামি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img