বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

জিয়া উদ্যানে শুরু হয়েছে খালেদা জিয়ার কবর খননের কাজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান এলাকায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়েছে তার কবর খননের কাজ।

আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) জানাজা শেষে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

বিকেল থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে শুরু করেছে জিয়া উদ্যান এলাকায়। শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সাথে নির্ধারিত স্থানে মাটি কাটার জন্য প্রস্তুতি নেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দাফন প্রক্রিয়া যেন নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ