শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

সৌদির কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন পেল আমেরিকা

সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে আমেরিকা।

শুক্রবার (৩০ জানুয়ারি) পেন্টাগন জানিয়েছে, আমেরিকার পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণের প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি–৩ (PAC-3) ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে।

আমেরিকার প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানায়, এর আনুমানিক ব্যয় ৯ বিলিয়ন ডলার।

তারা আরও জানায়, এই প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করবে। এটি আপগ্রেডেড ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স (Integrated Air and Missile Defense IAMD) সিস্টেমের অংশ হিসেবে আরও উন্নত। এর ফলে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে।

অস্ত্র বিক্রির প্রধান ঠিকাদার হবে টেক্সাস অঙ্গরাজ্যভিত্তিক লকহিড মার্টিন করপোরেশন।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ