রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জলপাইগুড়ি; নিহত ৪

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। ওই জেলার জলপাইগুড়ি সদর এবং ময়নাগুড়ি তিস্তা পাড়ের এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) বিকালে ঝড়ের দাপটে একাধিক বাড়ি ভেঙে পড়েছে, উপড়ে পড়েছে একাধিক গাছ বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত অন্তত দুই শতাধিক কাঁচা বাড়ি।

প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে ৪ জনের, আহতের সংখ্যা অর্ধশতাধিক।

জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার সকালে প্রথম দফায় কালবৈশাখী ঝড় বয়ে গেলেও তা খুব বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেনি। বিকালে আচমকা ভয়ঙ্কর কালবৈশাখী আঘাত হানে। বিকাল ৩টা থেকে মাত্র আধা ঘণ্টার জন্য এই ঝড় স্থায়ী হয়। তাতেই আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় হাজার বাড়িঘর। ঝড়ের কারণে গৃহহীন হয়ে পড়েছে প্রায় দুই হাজার মানুষ। সব থেকে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকা। ক্ষতিগ্রস্ত গ্রামে উদ্ধার কাজে নামানো হয়েছে জেলা বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং ফায়ার সার্ভিসকে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়নাগুড়ি ব্লক হাসপাতাল ও জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দেখতে সন্ধ্যায় হাসপাতালে ছুটে গেছেন জলপাইগুড়ির বাম, বিজেপি ও তৃণমূল প্রার্থীরা।

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ