বুধবার, এপ্রিল ২, ২০২৫

খুবির ঈদ আয়োজনে নতুন দিগন্ত: কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবছর ঈদুল ফিতরের জামাত সোমবার, ৩১ মার্চ, সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। সাধারণত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার অধিকসংখ্যক মুসল্লির নামাজ আদায়ের সুযোগ করে দিতে কেন্দ্রীয় মাঠে জামাতের আয়োজন করা হয়।

ঈদুল ফিতরের জামাত শেষে দোয়া করার আগে সমবেত মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ঈদ জামাত উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান। তারা মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান এবং ঈদের আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাতে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস।

খুতবা শেষে দেশ, জাতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি ফিলিস্তিনের গাজাসহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান জামাতে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img