বুধবার, এপ্রিল ২, ২০২৫

আফগানিস্তানে শান্তিপূর্ণ ঈদ উদযাপন; নিরাপত্তা বাহিনীর প্রশংসায় জনগণ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেছে দেশটির জনগন।

আফগান সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রদেশ থেকে নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন বাসিন্দারা।

গতকাল রবিবার ছিল আফগানিস্তানে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম দিন। এই দিন সকালে ঈদের জামাতের মাধ্যমে উদযাপন শুরু করেন পাখতিয়া প্রদেশের বাসিন্দারা। মহিবুল্লাহ নামে একজন জানান, “এই বছর, সৃষ্টিকর্তার কৃপায়, নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। নিরাপত্তা বাহিনী প্রতিটি গলিতে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করছে।”

জাওজান প্রদেশের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন কনিষ্কা গফ্ফারি নামে একজন বাসিন্দা। তিনি বলেন, “আমরা ঈদের প্রথম দিনটি নিরাপদ পরিবেশে, ঐক্য ও ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে শুরু করেছি। জনসাধারণের উপস্থিতি বেশ ভালোই ছিল।”

নিরাপত্তার বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করে কাবুলের বাসিন্দা হিজাজ আহমেদ দুররানি বলেন, “আমাদের প্রথা অনুযায়ী, নামাজের পর আমরা বাড়ি ফিরে যাই, পরিবারকে ঈদের শুভেচ্ছা জানাই, তারপর আমাদের ভাই, চাচাতো ভাই এবং অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করি এবং আনন্দ ভাগ করে নেই।”

এদিকে, ঈদের ছুটিতে জনগণের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন কাবুলের নিরাপত্তা কর্মীরা। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

কাবুলের নিরাপত্তা কমান্ডের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, “আমরা চাই এই আনন্দময় ঈদ একটি নিরাপদ পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হোক। পুলিশের পক্ষ থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে দেশের যে কোন স্থানে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য আশ্বস্ত করা হয়েছে।”

অন্যদিকে, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য মুহাম্মাদ শফিক জানিয়েছেন, “রাত দিন বিবেচনা না করে ২৪ ঘন্টার জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি আমরা।”

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img