দখলকৃত কাশ্মীরে ঈদ উদযাপনের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী সরকার। ইসলামবিরোধী নীতিগুলো আরও জোরদার করেছে তার প্রশাসন। এবার নির্মাণকাজের অজুহাত দেখিয়ে দখলকৃত কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ঐতিহাসিক জামিয়া মসজিদে ঈদের নামাজ আদায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হুরিয়ত নেতা মিরওয়াইজ উমর ফারুকসহ অন্য নেতারা এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।
হুরিয়ত নেতা আবদুল হামিদ লোন শ্রীনগরের জামিয়া মসজিদে ঈদের নামাজের নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়ে একে ধর্মীয় বিষয়ে নগ্ন হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ভারত সরকার কাশ্মীরি মুসলমানদের মৌলিক ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করছে, যা মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদাহরণ।
লোন আরও বলেন, এর আগে জামিয়া মসজিদে জুমাতুল বিদার জামাতেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যা প্রমাণ করে যে কাশ্মীরি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা পরিকল্পিতভাবে দমন করা হচ্ছে।
সূত্র: সাম’আ টেলিভিশন