ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি শাসিত হরিয়ানা প্রদেশে মুসলিমদের জন্য নির্ধারিত পবিত্র ঈদ উল ফিতরের ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এ বছর থেকে ইদ আর গেজেটেড হলিডে হিসেবে গণ্য হবে না, বরং এটি রেস্ট্রিক্টেড হলিডের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ, সরকারি কর্মচারীরা ইদের দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন, তবে অফিস ও সরকারি দপ্তরগুলো স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।
গত বৃহস্পতিবার (২৭ মার্চ) এই সিদ্ধান্ত নেয় হারিয়ানা প্রদেশের নায়াব সিং সাইনির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকার।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যজুড়ে আলোচনার ঝড় উঠেছে। মুসলিম সম্প্রদায়ের একাংশ এ সিদ্ধান্তের বিরোধিতা করে একে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলিও সরকারের এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছে।
হরিয়ানা সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “আমরা রাজ্যের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি। রেস্ট্রিক্টেড হলিডে মানে কর্মচারীরা চাইলে ছুটি নিতে পারবেন, তবে এটি আর সাধারণ ছুটি থাকবে না।”
বিরোধী দল কংগ্রেস এবং আম আদমি পার্টির নেতারা সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন।
কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা বলেন, “এটি একটি সংবেদনশীল বিষয় এবং ধর্মীয় উৎসবের প্রতি সরকারের আরও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি থাকা উচিত।”
অন্যদিকে, সাধারণ মানুষের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ কেউ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করলেও, অনেকেই মনে করছেন এটি সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে পারে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও আসেনি, তবে বিভিন্ন মহলে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া