মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

জাতিসংঘ নিরপেক্ষ নয়, এটি পশ্চিমা এজেন্ডার অধীনে চলে : মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ জাতিসংঘের তীব্র সমালোচনা করে বলেছেন, জাতিসংঘ নিরপেক্ষ বা স্বাধীন কোনো সংস্থা নয়, বরং এটি পশ্চিমা রাজনৈতিক শক্তির প্রভাবাধী সংস্থায় পরিণত হয়েছে।

তিনি বলেন, “জাতিসংঘের উচিত ছিল নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করা। কিন্তু বর্তমানে এটি পশ্চিমা রাজনীতির এজেন্ডার অধীনে পরিচালিত হচ্ছে। এর কার্যকারিতা ও স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ।”

আফগানিস্তানের জাতিসংঘ প্রতিনিধিত্ব প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “জাতিসংঘে বর্তমানে যে ব্যক্তি আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছে, সে আসলে কাকে প্রতিনিধিত্ব করছে? কোন নিয়ম বা নীতিমালার ভিত্তিতে সে কাজ করছে? তার কোনো বৈধতা নেই, এবং সে আফগান জনগণের প্রতিনিধি নয়।”

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে ইমারাতে ইসলামিয়া বারবার জাতিসংঘে নিজেদের মনোনীত প্রতিনিধিকে আফগানিস্তানের আসনে বসানোর দাবি জানিয়ে আসছে।

তবে জাতিসংঘ সাধারণ পরিষদের স্বীকৃতি বিষয়ক কমিটি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। প্রতি বছরই তারা সিদ্ধান্ত স্থগিত করে আসছে।

ফলে এখনো পর্যন্ত জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন নাসির আহমাদ ফায়েক, যিনি আগের পশ্চিমা-সমর্থিত আশরাফ গনী সরকারের আমলে নিযুক্ত হয়েছিলেন এবং বর্তমানে অন্তর্বর্তী দূতের দায়িত্ব পালন করছেন।

ইমারাতে ইসলামিয়ার জাতিসংঘ স্বীকৃতির দাবি পশ্চিমা দেশগুলো এবং কিছু মানবাধিকার সংগঠনের বিরোধিতার মুখে পড়েছে। এই পক্ষগুলোর দাবি, আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের অধিকার লঙ্ঘন এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার অভাব রয়েছে।

তবে চলতি মাসের শুরুতেই রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে দেশের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা এখন পর্যন্ত একমাত্র আন্তর্জাতিক স্বীকৃতি।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img