শুক্রবার | ১ আগস্ট | ২০২৫

গাজ্জায় দিনভর হামলা চালিয়ে অন্তত ১০৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল; ত্রাণ নিতে গিয়ে নিহত ৭১

spot_imgspot_img

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টা কমপক্ষে ১০৩ জনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এছাড়া তীব্র খাদ্যসংকটের মধ্যে মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এতে ৬৬৩ দিন ধরে চলা এই আগ্রাসনে নিহতের সংখ্যা ৬০ হাজার ১০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (৩০ জুলাই) টেলিগ্রামে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজ্জায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আগের হামলায় নিহত এক ফিলিস্তিনির মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩৯৯ জন আহত ফিলিস্তিনিকে গাজ্জার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।গাজ্জার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ২৭ মে গাজ্জা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসীনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়াও আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৬ হাজার ২৬৯ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img