শুক্রবার | ১ আগস্ট | ২০২৫

অভিযুক্তদের জবানবন্দিতে নেই ফারাবীর নাম; কারাগারে এক দশক আটক রাখার পর অবশেষে জামিন

spot_imgspot_img

প্রায় সাড়ে ১০ বছর কারাগারে বন্দি থাকার পর অবশেষে জামিন মিলেছে শফিউর রহমান ফারাবীর।

এ বিষয়ে তার আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান বলেন, ফারাবিকে ভুল পর্যবেক্ষণের ভিত্তিতে দণ্ডিত করা হয়েছে। এ মামলায় চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে। এই চার আসামির কেউই তাদের জবানবন্দিতে ফারাবীর নাম উল্লেখ করেননি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীর সাক্ষ্যেও তার নাম আসেনি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তাছাড়া ২০১৫ সালের ৩ মার্চ থেকে তিনি এ মামলায় কারাবন্দি।

তিনি আরও জানান, এসব যুক্তি তুলে ধরে ফারাবির জামিন চাওয়া হয়েছিল। পরে গতকাল বুধবার (৩০ জুলাই) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আদেশ দেন।

আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান আরও বলেন, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০২১ সালে শফিউর রহমান ফারাবির আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। এখন তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান। তার সঙ্গে ছিলেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img