ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব সংস্থা ‘ইসলামী সহযোগিতা সংস্থা’ (ওআইসিকে) আল্লাহর ভয় দেখালেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।
শুক্রবার (৩০ আগস্ট) ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দুতে সংস্থাটির ৫০তম অধিবেশনে বক্তব্য রাখেন তিনি।
মাওলান মুত্তাকী বলেন, ‘ইসলামী সহযোগিতা সংস্থার’ আজকের পররাষ্ট্র পর্যায়ের অধিবেশনে ফিলিস্তিনের কথা উল্লেখ না করলে আমার বড় ধরণের অন্যায় হবে। কেননা এই ইস্যুটিই ছিলো সংস্থা (ওআইসি) গঠনের মূল কারণ। ফিলিস্তিনি ভূমি ও জনগণের বিরুদ্ধে গত ১ শতাব্দী যাবত যুদ্ধ পরিচালিত হয়ে আসছে। যা বর্তমানে নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক নৃশংসতায় পরিণত হয়েছে। নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি ভাইয়েরা দখলদার জায়োনিস্ট বাহিনীর নৃশংস গণহত্যার শিকার হচ্ছে। বিশেষত গত বছর থেকে তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও নজিরবিহীন গণহত্যার শিকার।
তিনি আরো বলেন, ১ বছর হতে চলেছে, ক্ষমতাধর আন্তর্জাতিক নেতা ও আদালতের আদেশ জায়োনিস্টদের নৃশংসতা ও নিপীড়ন থামাতে ব্যর্থ হচ্ছে। বরং তা নৃশংসতা ও নিপীড়নকে প্রকাশ্যে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সহযোগিতা করে আসছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্বের সকল সহানুভূতিশীল দেশ, বিশেষত ইসলামী সহযোগিতা সংস্থার আওতাধীন মুসলিম বিশ্বের দেশগুলোর উচিত ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধানে তড়িৎ ন্যায্য উপায় খুঁজে বের করা। তা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক সমন্বয়ের পাশাপাশি সক্ষমতাকে কাজে লাগানো।
এসময় তিনি ওআইসিকে আল্লাহর ভয় প্রদর্শন করে বলেন, যদি আমরা ‘ইসলামী সহযোগিতা সংস্থার’ সদস্যরা এই ইস্যুর সমাধান না করি তবে মহান আল্লাহ তো আমাদের ক্ষমা করবেনই না, তাঁর বান্দারাও আমাদের ক্ষমা করবে না।
এছাড়া তিনি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে আফগানিস্তান ও তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া সরকারের উপর থেকে সবধরণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ও আমেরিকা কর্তৃক পুঞ্জিভূত আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থ-সম্পদ ফিরিয়ে দিতে জোরালো প্রচেষ্টা চালানোর আহবান জানান। আহবান জানান, বর্তমান নিরাপদ আফগানিস্তানের অপার সম্ভাবনা ও প্রাকৃতিক প্রাচুর্য থেকে উপকৃত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের।
আফগান ভূখণ্ড কারো বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার অঙ্গীকার ও এবিষয়ে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া সরকারের গত ৩ বছরের সাফল্যের কথা পুনরায় স্মরণ করিয়ে দেন। ব্যর্থ দখলদার শক্তি এখনো তাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। প্রকৃত অবস্থা ও সত্য জানতে মুসলিম বিশ্ব সহ পৃথিবীর সকল দেশকে ইমারাত সরকারের উপর আস্থা রাখার আহবান জানান।
সূত্র: আল ইমারাহ











