রবিবার | ১৯ অক্টোবর | ২০২৫

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রাতভর সংঘর্ষ; আহত অর্ধশতাধিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। চবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের এই সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া যায়।

শনিবার (৩০ আগস্ট) মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত চলা এ সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত হয়েছেন অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী। রাত সাড়ে এগারটার দিকে বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই জেরে ছড়ায় উত্তেজনা।

এই উত্তেজনার জের ধরেই স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। শুরু হয় দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটোকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে মারামারি।

এরপর রাত তিনটার দিকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা যায়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img