বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

মোহাম্মাদ সিনওয়ারের শাহাদাতের খবর নিশ্চিত করলো হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মাদ সিনওয়ার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটি।

শনিবার (৩০ আগস্ট) রাতে হামাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গত মে মাসে ইসরাইল জানিয়েছিল, তাদের বিমান হামলায় মোহাম্মাদ সিনওয়ার নিহত হয়েছেন। তবে ইসরাইলের এ দাবির সত্যতা তখন নিশ্চিত করেনি হামাস।

ইসরাইলের দাবির তিন মাস পর এখন হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিনওয়ারের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হলো। তবে হামাস মোহাম্মাদ সিনওয়ারের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অন্যান্য দলীয় নেতাদের সাথে তার ছবি প্রকাশ করে তাকে ‘শহিদ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে গাজ্জার রাফায় ইসরাইলি হামলায় শহীদ হন ইয়াহিয়া সিনওয়ার। তার মৃত্যুর পর মোহাম্মাদ সিনওয়ার গাজ্জায় হামাসের সামরিক প্রধান হিসেবে দায়িত্ব নেন। গাজ্জায় হামাসের সশস্ত্র শাখার দায়িত্ব নেবেন তার ঘনিষ্ঠ সহযোগী ইজ্জ আল-দিন হাদ্দাদ । বর্তমানে তিনি গাজ্জার উত্তরাঞ্চলে অভিযান পরিচালনার তত্ত্বাবধানে রয়েছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img