বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে মানহানির অভিযোগে দায়ের হওয়া দুইটি মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নম্বর আমলী আদালতের বেঞ্চ সহকারি মো: মঞ্জুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৪ সালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন বাদি হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পৃথক দু’টি মানহানি মামলা দায়ের করেন।
সূত্র : বাসস









