ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হক্কানী বলেছেন, “যেসব দেশ আফগানিস্তানে অস্থিরতা সৃষ্টি করার চিন্তা করছে, তাদের পরিণতি হবে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ও ন্যাটোর মতো।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে তিনি এ কথা বলেন।
সিরাজউদ্দিন হক্কানী বলেন, আফগানিস্তান কারও জন্য হুমকি নয়, তবে কেউ যদি উসকানি দেয়, তাহলে পরবর্তী যে কোনো আক্রমণের সমস্ত দায়ভার উসকানিদাতার ওপর অর্পিত হবে।
তিনি আফগানিস্তানের বীরত্বপূর্ণ জিহাদ ও কূটনীতির ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, আফগানরা যেমন যুদ্ধক্ষেত্রে শক্তিশালী, তেমনি আলোচনার ময়দানেও দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে।
পাকিস্তানি কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রত্যেক দেশই নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয়। অন্য কোনো দেশের ব্যাপারে ধারণা করার আগে সতর্ক থাকা উচিত।”
সূত্র: হুরিয়াত রেডিও






