মহামারি করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫ লাখ ৫১ হাজার ৮৫৬ জন। দৈনিক আক্রান্তের হিসাবে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে সারাবিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ হাজার ৭০ জন। আর এ সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩০ লাখ ৯৫ হাজার ৫০৫ জন।
শুক্রবার (২১ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, করোনা শুরুর পর বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৯৩ হাজার ২৫৬ জনে। আর সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩৪ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ৭২৬ জনে। এছাড়া সেরে উঠেছেন ২৭ কোটি ৬৩ লাখ ১৫৫ হাজার ৫৬৫ জন।











