শুক্রবার, মে ৯, ২০২৫

পরকীয়ার জেরেই গুলি করা হয়েছিল ফ্রান্সের সেই পাদ্রীকে

spot_imgspot_img

পরকীয়ার জেরেই ফ্রান্সের লিঁওতে গ্রিক অর্থোডক্স পাদ্রীর ওপর গুলি করা হয়েছিল। ওই হামলার পর গ্রেফতার হওয়া এক সন্দেহাভাজন ব্যক্তি এমনটি জানিয়েছেন।

৪০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি প্রসিকিউটরদের জানান, তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল ওই পাদ্রী। আর এর জের ধরেই নিকোলাস কাকাভেলাকিস নামের ৫২ বছরের পাদ্রীকে গুলি করা হয়।

এদিকে বন্দুক হামালার শিকার সেই পাদ্রী কয়েকদিন কোমায় থাকার পর গত বুধবার তার জ্ঞান ফিরেছে।

ফ্রান্সেরই নিস শহরে একটি চার্চে ছুরির আঘাতে তিনজন মারা যাওয়ার কয়েকদিন পরেই গত ৩১ অক্টোবর লিঁওতে পাদ্রীর ওপর হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img