কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দু’জন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) কাশ্মীরের শ্রীনগর শহরের জাকুরা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিহত স্বাধীনতাকামীরা লস্কর-ই-তাইয়্যেবার সদস্য বলে দাবি করেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের আইজিপি।
সংবাদ সংস্থা ‘এএনআই’ এর প্রতিবেদনের খবর থেকে জানা যায়, কাশ্মীরের শ্রীনগরের জাকুরা এলাকায় স্বাধীনতাকামী যোদ্ধাদের লুকিয়ে থাকার বিষয়ে গোয়েন্দা তথ্য পায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই তথ্যের ভিত্তিতে, শ্রীনগর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে অভিযান শুরু করে। পুলিশ স্বাধীনতাকামীদের অবস্থানের দিকে এগোতে থাকলে তারা ভারত নিয়ন্ত্রিত পুলিশদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এ সময়ে উভয়পক্ষের সংঘর্ষে স্বাধীনতাকামী যোদ্ধারা ইন্তেকাল করেন।











