শুক্রবার, মে ৯, ২০২৫

আমিরাতের কাছে ড্রোন বিক্রি করবেন না: আমেরিকাকে অ্যামনেস্টি

spot_imgspot_img

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রায় তিন কোটি ডলার মূল্যের ড্রোন বিক্রি না করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালর মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক ফিলিপ নাসিফ এই আহ্বান জানান।

তিনি বলেন, আমেরিকাকে অবশ্যই এমন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে হবে যা ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত বেসামরিক নাগরিকদের ওপর হত্যাকাণ্ড ঘটায়।

মানবাধিকার সংস্থাটির এই কর্মকর্তা বলেন, ইয়েমেন এবং লিবিয়া যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত জড়িত হয়ে দেশ দুটিতে বেসামরিক জনগণ হত্যা করেছে এবং এ ব্যাপারে অ্যামনেস্টির কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে।

গত সপ্তাহে আমেরিকার প্রতিরক্ষা সদরদপ্তর কংগ্রেসের কাছে একটি নোটিশ দিয়েছে যাতে সংযুক্ত আরব আমিরাতের কাছে অত্যাধুনিক এমকিউ-৯বি ড্রোন বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img