জুলাই আন্দোলন দামাতে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলেন জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর মধ্যে শুধু ঢাকাতেই ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট ছোড়া হয় হয় বলে জানান তিনি।
মঙ্গলবার (১ জুলাই) পতিত ফ্যাসিস্ট সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনার মামলার অভিযোগ গঠন শুনানিতে এসব তথ্য জানান তিনি।
শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট।
তিনি জানান, শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়।