ইউক্রেন-রাশিয়া নিয়ে উত্তেজনা কোনভাবেই থামছে না। ধারণা করা হচ্ছিল রাশিয়া পরমাণবিক হামলার সিদ্ধান্ত বেছে নেবে। তবে নতুন খবর হলো, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে পারমাণবিক কিংবা ব্যাপক প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা রাশিয়ার নেই।
সোমবার (৪ এপ্রিল) জাতিসংঘের নিরস্ত্রীকরণ কমিশনের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সেখানকার রুশ উপপ্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি।
বৈঠকে পোলিয়ানস্কি বলেন, (রাশিয়ার বিরুদ্ধে) বর্তমানে যেসব প্রচার-প্রচারণা চলছে, তার বিপরীতে গিয়ে আমি বলব, রাশিয়া কেবল তখনই পারমাণু অস্ত্র প্রয়োগের বিষয়ে ভাববে যদি কোনো রাষ্ট্র রাশিয়ায় আগ্রাসন চালানোর উদ্যোগ নেয় কিংবা যদি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-অখণ্ডতা হুমকির মুখে পড়ে।
তিনি বলেন, ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের মতো পরিস্থিতি হয়নি; আর রাশিয়া দৃঢ়ভাবে পরমাণু অস্ত্র ব্যবহার না করার পক্ষপাতী। কারণ, আমরা বিশ্বাস করি— পরমাণু যুদ্ধে কেউই বিজয়ী হয় না।











