শুক্রবার, মে ৯, ২০২৫

ইরাকে আবারো আমেরিকার দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

spot_imgspot_img

ফের ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে বেশ কয়েকটি রকেট বিস্ফোরণ ঘটেছে।

মঙ্গলবার দেশটি থেকে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরই এ হামলার ঘটনা ঘটে।

টাইগ্রিস নদীর পশ্চিমতীরের ওই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন রয়েছে। আল জাজিরার।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, অতিসুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে চারটি রকেট পড়েছে। বাগদাদের অন্য এলাকায় পড়েছে অপর তিনটি রকেট।

এঘটনায় একজন নিহত ও আহত হয়েছে পাঁচজন।

সাতটি রকেটই বাগদাদের পূর্বাঞ্চলের এক এলাকা থেকে ছোড়া হয়েছে বলে ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র বলেছেন, ইরাকি গোয়েন্দারা বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে একটি রকেট হামলার তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img