রবিবার | ২১ সেপ্টেম্বর | ২০২৫

গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২০ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ৯৩ জনই ঢাকায় আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ৯৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮৮৪ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত ছয়টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img