মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

আমি সবসময় ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি : ইমরান খান

spot_imgspot_img

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমি সবসময় আমার ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আমি ব্রিটিশ ও পাকিস্তানি সমাজ ব্যবস্থাকে খুব কাছ থেকে দেখেছি। পাকিস্তানে ধনী ও গরিবের জন্য আইনের ব্যবহার আলাদা। মদীনার রাষ্ট্রব্যবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। একজন স্বাধীন মানুষ বৃহৎ কাজ করতে পারে, পরাধীন মানুষের পক্ষে কখনো বৃহৎ কাজ করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত একটি সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা অলেন।

ইমরান খান বলেন, আল্লামা ইকবালের কবিতা দেখুন। তিনিও সবসময় স্বাধীনতার কথা বলেছেন। পরাধীনতা মানুষের চিন্তাকে সবসময় পরাধীন করে রাখে। আমি সত্যিকারের স্বাধীনতার কথা বলি। আমি চাই আমাদের জনগণ স্বাধীন হোক।

পাকিস্তান বর্তমান জোট সরকারের প্রধান দুই শরিক নওয়াজ শরীফের দল মুসলিম লীগ-এন ও আসিফ আলী জারদারীর দল পিপলস পার্টি পূর্বে ক্ষমতায় থাকা অবস্থায় একে ওপরের বিরুদ্ধে মামলা দিয়েছিলো বলে জানিয়ে ইমরান বলেন, ক্ষমতায় পিএমএল-এন ও পিপিপি একে অপরের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে। আমি রাজনীতিতে এসেছি দুর্নীতির বিরুদ্ধে। যে দেশে আইনের শাসন নেই সেখানে দুর্নীতি থাকে। যতক্ষণ পর্যন্ত ক্ষমতাবানদের আইনের আওতায় আনা না যাবে, ততক্ষণ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।

ইমরান বলেন, আমি বলছি না এস্টাবলিশমেন্ট (সামরিক বাহিনী) আমাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রে জড়িত ছিল। তবে আমি তাদের কাছে জানতে চাই, আপনারা কীভাবে এই লোকদের ক্ষমতায় আসতে দিলেন? আপনারাই আমাদের বলেছেন এরা চোর। ৩০ বছর ধরে এরা দেশকে লুটেপুটে খেয়েছে। আপনারা এদের ওপর মামলা দেখিয়েছেন। তারপরেও কেন তাদের ক্ষমতায় আসতে দিলেন?

সূত্র : এআরওয়াই নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img