মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

নতুন রাজনৈতিক দল গঠন করার ইঙ্গিত দিলেন ইলন মাস্ক

spot_imgspot_img

আমেরিকায় প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার বিল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে নতুন দল রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক।

সোমবার (৩০ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তায় তিনি ট্রাম্পের সমালোচনা করে নতুন দল গঠনের প্রস্তাব দেন।

ইলন মাস্ক বলেন, এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের পথে ঠেলে দিচ্ছে। এখন সময় নতুন একটি রাজনৈতিক দল গঠনের, যারা সত্যিই জনগণের কথা ভাববে।

তিনি বলেন, যদি এই পাগলামীপূর্ণ ব্যয় বিল পাস হয়, তাহলে পরদিনই আমেরিকা পার্টি গঠিত হবে। আমেরিকা এখন ডেমোক্র্যাট-রিপাবলিকান ইউনিপার্টির বাইরে একটি বিকল্প দল দরকার, যাতে জনগণের আসল কণ্ঠস্বর উঠে আসতে পারে।

উল্লেখ্য, মাস্কা যে বিলটির সমালোচনা করেছেন তা হলো, আমেরিকার ফেডারেল ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ইলন মাস্ক এই পরিকল্পনাকে পাগলামী পর্যায়ের খরচ বলে আখ্যা দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন, দুই দলের রাজনীতিবিদরা বাজেট ও ঋণের বিষয়ে দায়িত্বশীল নয়।

অবশ্য এর আগেও এই বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাকযুদ্ধে জড়িয়েছিলেন মাস্ক। যদিও পরে তার ভাষা কিছুটা নমনীয় হয়, কিন্তু এ বিতর্ক স্পষ্ট করে দেয়— দেশের প্রভাবশালী ব্যবসায়িক নেতাদের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে।

আমেরিকায় দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, ডেমোক্র্যাট ও রিপাবলিকান—এই দুই দলের আধিপত্য রাজনৈতিক ব্যবস্থাকে সংকুচিত করে ফেলেছে। যদিও নতুন দল গঠনে সাংবিধানিক বাধা নেই, তবু বাস্তব পরিস্থিতিতে তৃতীয় দল বা নতুন রাজনৈতিক আন্দোলনের দীর্ঘমেয়াদি সাফল্য পাওয়া কঠিন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img