পাকিস্তানের কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এর চার নেতাকে ১০ বছরের সাজা দিয়েছে দেশটির আদালত।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশটির এন্টি টেরোরিজম কোর্ট (এটিসি) এই সাজা শুনায়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ‘৯ মে-র দাঙ্গা মামলায়’ পিটিআইয়ের ড. ইয়াসমিন রশিদ, ওমর সরফরাজ চিমা, মিয়া মাহমুদুর রশিদ ও এ’জাজ চৌধুরী এই ৪ নেতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত এটিসি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অন্যান্য অভিযোগে আগেই তাদের কারাগারে পাঠিয়েছিলো পাঞ্জাবের আদালত।
এছাড়া একই অভিযোগে আদালতটি সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশিকে খালাস দিয়েছে।
বিচারক মঞ্জুর আলী গিল ৮৫২/২০২৩ নাম্বার প্রাথমিক প্রতিবেদন অনুসারে বিচার শেষ করে ‘কোট লাখপত কারাগারের’ ভেতরে রায় ঘোষণা করেন, যা সরকারি কর্মকর্তাদের বাসভবন-আই ক্লাব চকের প্রবেশদ্বারে পিটিআই নেতাকর্মী ও সমর্থকদের হামলার সাথে সম্পর্কিত। রেসকোর্স পুলিশ মামলাটি নথিভুক্ত করে এবং পিটিআই নেতাকর্মী সহ ২৫ জন সন্দেহভাজনের বিরুদ্ধে চালান জমা দেয়।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি ৫ম মামলা যেখানে পিটিআই নেতা ড. ইয়াসমিন রশিদ, ওমর সরফরাজ চিমা, মিয়া মাহমুদুর রশিদ ও এ’জাজ চৌধুরীকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশিকে খালাস দেওয়া হয়েছে।










