আফগানিস্তানের জন্য ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তা বরাদ্দ দিয়েছে জাপান। আফগানিস্তানে জাপানের দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে দূতাবাস বলেছে, তারা আশা করছে এই সহায়তা ঝুঁকিপূর্ণ আফগানদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। বিবৃতি অনুযায়ী, এই সহায়তা আফগানিস্তানের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মৌলিক মানবিক প্রয়োজন পূরণে ব্যয় হবে।
জাপান দূতাবাস আরও জানিয়েছে, আফগানিস্তানে কার্যরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং জাপানের বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
২০২১ সালের আগস্ট থেকে এ পর্যন্ত আফগানিস্তানে জাপানের মোট সহায়তার পরিমাণ ৫৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের বেশি হয়েছে।
সূত্র : আরিয়ানা নিউজ










