বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

বঙ্গোপসাগর উত্তাল; ফিরতে শুরু করেছে জেলেরা

লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরের বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। গভীর সমুদ্রে থেকে তীরে ফিরতে শুরু করেছে মাছধরা ট্রলার। এছাড়া স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেড়িবাধের বাইরে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল বাতাসের চাপ কিছুটা বেড়েছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। এছাড়া শনিবার রাত থেকে উপকূলীয় এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img