রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

কাশ্মীরে পাক সেনাদের গুলিতে ভারতীয় সেনা নিহত

কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর স্বতন্ত্র সিং নামের এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় রশিদ নামে আহত একজনকে জম্মুর জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নিয়ন্ত্রণরেখা লাগোয়া গ্রাম এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করে জানায় যে, বৃহস্পতিবার দুপুরে নিয়ন্ত্রণরেখা লাগোয়া গ্রামগুলো লক্ষ্য করে হামলা চালায় পাকসেনারা। এতে মারা যান ভারতীয় সেনার জুনিয়র কমিশনড অফিসার স্বতন্ত্র সিং।

ভারতীয় সেনার এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পুঞ্চের কসবা ও কিরনি সেক্টরকে নিশানা করে পাক রেঞ্জার্স। তাদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন জেসিও স্বতন্ত্র সিং। পরে তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img