বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

ছাত্র অধিকারের ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগ

ছাত্র অধিকার পরিষদের ১৮ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে ছাত্রলীগ। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বহিরাগতদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে ছাত্রলীগকে ‘গালিগালাজ’ করার ঘটনায় এ মামলা করা হয়। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।

শনিবার (৭ অক্টোবর) সকালে শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রলীগের মামলায় আসামিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রুবেল হোসেন, সদস্য মুহাম্মাদ তসলিম হোসাইন অভি ও মিজান উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আকরাম হোসেন, সহ-সভাপতি আসিফ মাহমুদ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক আব্দুল কাদের, ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি মুহাম্মাদ রাকিব, বংশাল থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য মুহাম্মাদ ওমর ফারুক জিহাদ, ছাত্র অধিকার পরিষদের কর্মী তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, মুহাম্মাদ সাদ্দাম হোসেন, ইউসুফ হোসেন, মুহাম্মাদ বেলাল হোসেন, মুহাম্মাদ আবু কাউছার হাওলাদার ও মাহফুজ। এছাড়া আরও অজ্ঞাত ১৪০/১৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলার বাদী নাজিম উদ্দিন বলেন, আমরা টিএসসিতে প্রোগ্রামে যাচ্ছিলাম। তারা (ছাত্র অধিকার পরিষদ) কিছু স্কুলের শিক্ষার্থী, বহিরাগতদের নিয়ে আবরার হত্যার বিচার চেয়ে প্রোগ্রাম করছে। এখানে তারা সরকারকে, ছাত্রলীগকে গালিগালাজ করছে। এ সময় আমরা তাদেরকে বলি আবরার তো আমাদের ছাত্র নয়। এখানে প্রক্টরিয়াল টিম আসে, তারা জানায় এ প্রোগ্রামের অনুমোদন নেই। তারা প্রক্টরিয়াল টিম এবং আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। একপর্যায়ে তাদের কিছু লোক ইট ছুঁড়লে আমার মাথায় এসে পড়ে। আমাদের আরও কয়েকজন আহত হয়। পরে আরও কিছু শিক্ষার্থী তাদের ধাওয়া দিয়ে বিতাড়িত করে। আমরা শাহবাগ থানায় মামলা করেছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ