বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

আয়া সুফিয়াকে মসজিদে পরিণত করাটা ছিল বৈশ্বিক দাদাগিরির প্রতি চ্যালেঞ্জ : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের অন্যতম নেতা রজব তাইয়েব এরদোগান বলেছেন, আয়া সুফিয়াকে আবার মসজিদে পরিণত করাটা ছিল বৈশ্বিক দাদাগিরির প্রতি একটি বড় ধরনের চ্যালেঞ্জ।

তিনি বলেন, আমার দলের সবসময়ের লক্ষ্য হলো বৈশ্মিক দাদাগিরি নির্মূল করা এবং দেশে গণতন্ত্র বাড়ানো। আমরা ২০ বছর ধরে এ কাজই করে আসছি।

শুক্রবার (৩০ অক্টোবর) আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) “দি সেঞ্চুরি অব তুর্কেই” ভিশন ঘোষণা অনুষ্ঠানে এরদোগান এসব কথা বলেন।

এসময় আয়া সুফিয়াকে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতি সমর্থন দেওয়ার জন্য তুরস্কের নাগরিকদের ধন্যবাদ জানানএরদোগান।

সূত্র : ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ