বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

চলতি মাসেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নভেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর মাসিক পর্যালোচনা ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মুহাম্মাদ আজিজুর রহমানের সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

আজিজুর রহমান জানান, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় হলে এটির নাম হবে ‘ম্যান্দোস’।

তিনি জানান, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তা ছাড়া দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমবে এবং স্বাভাবিক থাকতে পারে।

আজিজুর রহমান আরও জানান, নভেম্বরে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের প্রধান নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img