বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কের ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ৪

তুরস্কের ইস্তাম্বুল শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

রোববার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে ইস্তিকলাল স্ট্রিটে এ বিস্ফোরণ ঘটে বলে ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, এ বিস্ফোরণের কারণ বা হতাহতের সংখ্যা সম্পর্কে তুর্কি কর্তৃপক্ষ এখনো কিছু নিশ্চিত করেনি। ইস্তাম্বুলের তাকসিম এলাকায় জরুরি সেবা কর্মীদের ভিড় করতে দেখা গেছে।

ইস্তাম্বুল থেকে আল জাজিরার সিনেম কোসেওগ্লু জানান, এটি একটি আত্মঘাতী বোমা ছিল বলে জোরালো সন্দেহ রয়েছে। তবে এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনাস্থল থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। এতে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পথচারীদের পালিয়ে যেতে দেখা গেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ