শনিবার | ১ নভেম্বর | ২০২৫

কাতার বিশ্বকাপে সকল স্টেডিয়ামে মদ বিক্রি নিষিদ্ধ

বিশ্বকাপের সকল স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত বিয়ার বিক্রি নিষিদ্ধ করেছে কাতার। বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ফুটবল কর্তৃপক্ষ (ফিফা) এমন সিদ্ধান্ত নিয়েছে।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) এই তথ্য জানায়।

প্রাথমিকভাবে স্পন্সর বুডওয়েজারকে বিশ্বমঞ্চের ভেন্যুগুলোতে বিয়ার বিক্রির অনুমতি দেয় ফিফা। তবে ফিফা, স্পন্সর বুডওয়েজার এবং আয়োজক দেশের মধ্যে দীর্ঘ আলোচনার পর অ্যালকোহলযুক্ত বিয়ার বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে।

তবে স্টেডিয়াম এবং অন্যান্য আতিথেয়তা ভেন্যুগুলোর বাইরে নির্ধারিত ‘ফ্যান জোনে’ অ্যালকোহল পাওয়া যাবে। এছাড়া অন্য কোথাও মিলবে না।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img