মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা; রাস্তায় পুলিশের ব্যারিকেড

spot_imgspot_img

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে। কার্যালয়ের সামনেও বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।

আজ সকাল থেকে আবারও নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ে ব্যারিগেড দিয়ে নয়াপল্টন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img