শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

মার্কিন দূতাবাসের কাছে পাওয়া বোমাসদৃশ বস্তুটি ছিল ‘কৌটা’

ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসের অ্যানেক্স ভবনের প্রবেশমুখের কাছে ফেলে যাওয়া কালো ব্যাগ থেকে টেপ মোড়ানো একটি কৌটা উদ্ধার হয়েছে।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই কৌটার মধ্যে বালু পাওয়া যায়, তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

উল্লেখ্য, অ্যানেক্স ভবনটি মার্কিন দূতাবাস ভবনের উল্টো দিকে।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, বেলা সাড়ে তিনটার দিকে অ্যানেক্স ভবনে দুটি গাড়ি ঢুকছিল। সেখানে দুজন লোক দাঁড়িয়ে ছিলেন। তাঁদের একজনের হাতে কালো রঙের একটি ব্যাগ ছিল। এ সময় প্রধান সড়কে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা তাঁদের দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে তাঁরা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনাটি জানানোর পর ভাটারা থানার পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল অ্যাকশন গ্রুপের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে চারদিক ঘিরে রাখে। পরে ব্যাগ থেকে টেপ মোড়ানো একটি কৌটা, একটি ছোট ছুরি ও এক টুকরা বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানাগেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img