তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এজিয়ান সাগরে গ্রিসের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন “এজিয়ানে আপনাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নেই, তাই আমাদের সাথে এবিষয়ে কোন ঝামেলা করবেন না।”
গত শনিবার (১৭ ই ডিসেম্বর) তুরস্কের মার্দিন প্রদেশে এক অনুষ্ঠানে এরদোগান একথা বলেন।
তিনি বলেন, “গ্রিস আবারও এজিয়ান সাগরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা অবশ্য এর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।”
শনিবার তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এজিয়ান সাগরের উপর আন্তর্জাতিক আকাশসীমায়
ন্যাটো কর্তৃক পরিচালিত একটি প্রশিক্ষণ চলাকালীন সময়ে গ্রীক বিমানবাহিনী হস্তক্ষেপ করার চেষ্টা করে।
পরবর্তীতে তুরস্কের বিমান বাহিনী গ্রিক বিমানবাহিনীর বিরুদ্ধে পদক্ষেপের নিলে ন্যাটোর এ প্রশিক্ষণ মিশন সফলভাবে সম্পন্ন হয়।
এই ঘটনা সূত্র ধরেই এরদোগান এ মন্তব্যটি করেন।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে এরদোগান গ্রীসকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুরস্কের ব্যালস্টিক মিসাইল পরীক্ষা গ্রিসকে ভীত করে তোলে।
তিনি আরো বলেছিলেন, গ্রীস যদি আমেরিকা বা অন্য কোথাও থেকে অস্ত্র কেনার চেষ্টা করে তাহলে তুরস্কের মতো একটি দেশ দর্শক হিসেবে বসে থাকবেনা।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











